সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। (৩ এপ্রিল) বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ছোট সিংগিয়া গ্রামের নজিব উদ্দিন এর ছেলে নোমান ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল একসময় শিশুটি সবার অগোচারে বাড়ির পাশে টিনশেড ঘেরা ফাঁকা করে ডোবার কাছে গেলে ডোবাতে পড়ে যায় । কিছু খন পরে শিশুটির মা ছেলে টিকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির উঠানে ডোবায় ভাসতে দেখে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত