বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা সেমাই তৈরি করায় ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।

বুধবার (১২ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় সুমন লাচ্ছা সেমাইকে ২০ হাজার টাকা, মোরসালীন লাচ্ছা সেমাইকে ৭ হাজার টাকা ও সৈকত লাচ্ছা সেমাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট বাজার পরিদর্শন করা হয়।এসময় খোলা ইফতারি বিক্রির জন্য একজনকে ভোক্তা অধিকার আইনে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম এবং আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা সেমাই ও বেকারি পণ্য উৎপাদন করায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খোলা বাজারে ইফতারি বিক্রি করায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত