মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারী:
রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “বিসিএস প্রশাসন কল্যাণ সমিতিতে বোমা হামলার ঘটনা নিন্দনীয় ও গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই হামলা তারই বহিঃপ্রকাশ। দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন করা জরুরি।”
বিএনপি মহাসচিব দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।











