রাবি প্রতিনিধিঃ
সরকারি গুরুত্বপূর্ণ নিয়োগে ঢাকাকেন্দ্রিক আধিপত্য কমিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির শপের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে রাবির শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। দাবি বাস্তবায়নে দুদিনের আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ আন্দোলনের ব্যানারে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদী সজীব। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো এখনো বাস্তবায়িত হয়নি। সরকারের উপদেষ্টা পরিষদ, সংস্কার কমিশন, পিএসসি ও ইউজিসির মতো গুরুত্বপূর্ণ নিয়োগে এখনো ঢাকাকেন্দ্রিক আধিপত্য বজায় রয়েছে। এতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য ব্যক্তি বঞ্চিত হচ্ছেন, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনের পথে বাধা সৃষ্টি করছে।











