মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :
নওগাঁর আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে সাদিয়া নামের (১৩) ১ জন আহত।
ঘটনাটি ঘটে নওগাঁর আত্রাই উপজেলার শুটকিগাছা গ্রামে।আজ (২০ ফ্রেবুয়ারী) বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২:০০ টা নাগাদ ঘটনা ঘটে।
আহত সাদিয়া শুটকিগাছা গ্রামের বাবলু মিয়ার মেয়ে।
সাদিয়া বলেন,আমি আমার বাগির পাশে একটি ঝোপের কাছে বসে ছিলাম। হঠাৎ করে একটি শিয়াল আমার ঘাড়ে কামড় দিয়ে চলে যায়।
মনু নামের আরেক জন বলেন,কিছুদিন আগে আমার সাথেও এরকম ঘটনা ঘটেছিল।আমরা খুবই আতঙ্কে আছি
স্বানীয় লোকজন বলেন, বেশ কিছুদিন ধরে এরকম সমস্যার মধ্যে আছি।এবং বেশ কয়েক জন আহত হয়েছে।আমরা খুবই আতঙ্কে আছি।
 
				











