বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুলতানা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ সুরুজ মুন্সীর কন্যা ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
শনিবার সন্ধ্যা ৭ টার সময় নিজ বাড়ির ঘরের বাশের আড়ার সাথে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
স্থানীয়রা জানান, সুলতানা বহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার মা ও ভাবি বিকালে একসাথে খাওয়া-দাওয়া করে। তার মা ও ভাবি পাশের বাড়িতে কাজের জন্য যায়। বাড়িতে সুলতানা ও ভাতিজি মরিয়ম (৮) ছিলে। মাগরিবের নামাজের পর সুলতানার ভাবি ও মা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে। ভাবি সাবিনা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোনো সারা না পেয়ে, জানালা দিয়ে দেখতে পায় সুলতানা গলায় ফাঁস নিয়ে ঝুলছে। দেখে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে সুলতানাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। রবিবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত