মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার’ বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু’র সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আরজুমান আরা গুলেনুর, সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবীর, আসাদুজ্জামান দোলন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক মাসুদার রহমান, রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা। এসময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত