শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে কালীমেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধ :

রবিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়ন এর কালীমেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, টনিল চন্দ্র রায় কে বিভিন্ন  দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে পদত্যাগের দাবিতে-মানব বন্ধন করে কিছু সুবিধাবাদী কুচক্রী মহল। জানা যায় দেশের বর্তমান প্রেক্ষাপটে ঘটে যাওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির উপর ভিত্তি করে  অসহযোগ আন্দোলনের মাধ্যমে প্রধান শিক্ষকদের পদত্যাগ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় একপ্রকার কুচক্রী মহল হুজুগে পরে প্রমাণ ছাড়াই উস্কানিমূলকভাবে উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।মানববন্ধন চলাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ের ভিতরে ছিল। তাদের জোরপূর্বক বাইরে নিয়ে আসার চেষ্টা করা হলেও অধিকাংশ শিক্ষার্থীই বাইরে বের হয়ে আসার অসম্মতি প্রকাশ করে। এক পর্যায়ে দুই পক্ষের মাঝে উত্তেজনাপূর্ণ আচরণ সৃষ্টি হয়। পরবর্তীতে ৩ দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তাদের ৩ দফা দাবির উল্লেখযোগ্য: ১. প্রধান শিক্ষকের পদত্যাগ ২. ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা ৩. নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত করা। উক্ত বিষয়াবলির প্রেক্ষিতে প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায় জানান তার নামে এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তাই তিনি যথাযথ  প্রমাণ সহ অভিযোগ দায়ের করার পরামর্শ দেন, এই অপকর্ম বা দুর্নীতির বিষয়াবলির কোন কিছুরই অবগত না বলে দাবি করেন। তিনি আরো বলেন কিছু কুচক্রী মহল এই মানববন্ধনে শিক্ষার্থীদের জোরপূর্বক বা উস্কানীমূলক ভাবে অংশগ্রহণ করাতে বাধ্য করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

সম্পর্কিত