মোঃকামরুজ্জামান সম্পদ বগুড়া প্রতিনিধিঃ
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প( ১ম সংশোধিত) এর আওতায় বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে চারাগাছ ও উপকরণ বিতরন করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৬০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার মোছাঃ ইসমত জাহান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আকলিমা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিজন কৃষককে বীজ ৩ প্যাকেট( রবি,খরিপ-১, খরিপ-২), ট্রাইকো সার ১ বস্তা,সাইনবোর্ড ১ টি, নেট ও দড়ি ১ সেট, ঝাঝড়ি ১ টি,বীজ সংরক্ষণ পাত্র ১ টি, চারাগাছ ৬টি করে বিতরণ করা হয়। চারাগাছের মধ্যে রয়েছে আম, লেবু, পেয়ারা, জামবুরা, আমড়া ও সজিনা। বগুড়া সদর উপজেলার ১১ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২শত ৬ জন কৃষকদের মাঝে বিতরন করা হবে।