শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন ছেলেকে গাছের মগডাল থেকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন কবির (১৭) কে গাছের মগডাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবগ্রামের শুকুর আলীর ছেলে।
রবিবার দুপুর পৌনে ২টার সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী হাই স্কুলের গেট সংলগ্ন গাছ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী হাই স্কুলের গেট সংলগ্ন গাছের মগডালে উঠে বসে থাকে মানসিক ভারসাম্যহীন কবির। তাকে দেখে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তারা এসে তাকে গাছের মগডাল থেকে নামিয়ে আনে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফাত আলী তুহিন বলেন, হঠাৎ করেই দুপুর পৌনে ১টার দিকে খবর পাই একটি ছেলে গাছের মগডালে উঠে বসে আছে। তাকে নামাতে পারছে না। খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে গিয়ে পৌনে ২টার সময় গাছ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত