শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদগাঁও উপজেলার পূর্ব ইছাখালীতে মোটরসাইকেলের গতিরোধ করে হত্যার চেষ্টা: মামলা নিচ্ছে না পুলিশ

 

তাহসিন মেহেরাব শাওন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যুবকের মোটরসাইকেলের গতিরোধ করে হত্যা চেষ্টা চালিয়ে এলোপাতাড়ি মারধর ও লুটপাটের ঘটনায় আইনী পদক্ষেপ চেয়ে এজাহার দায়েরের ২ দিন পার হলেও ‘বিশেষ মহলের’ নির্দেশে স্থানীয় প্রশাসন মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

এজাহার সুত্রে জানা যায়, মোহাম্মদ হেলাল উদ্দিন সোহেল পিতা মৃত ইলিয়াস সাং পূর্ব ইছাখালি, পোকখালী কক্সবাজার গত ২১ নভেম্বর মঙ্গলবার তার সঙ্গী রিদুয়ানের মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঈদগাঁও বাজার যাওয়ার পথে মোহাম্মদ সেলিম উল্লাহ খোকন পিতা আবদুল মজিদ,শাহাব উদ্দিন পিতা বদিউল আলম ও রিদোয়ানুল হক পিতা মৃত আব্দুর রশিদের নেতৃত্বে আরো ৪/৫ জন অজ্ঞাত নামা আসামীরা বাইকের গতিরোধ করে বাইক থেকে জোরপূর্বক নামিয়ে দা,কিরিচ, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ-সময় রিদুয়ানের সাথে থাকা এক লাখ ত্রিশ হাজার টাকা ও ভিভো ভি-২৫ মডেলের মোবাইল ফোন এবং বাদীর কাছে থাকা বাটন নকিয়া ফোনসেটটি লুট করে নিয়ে যায়৷

আসামীরা ঘটনাস্থল ত্যাগের পূর্বমুহুর্তে বাদী ও তার সঙ্গী রিদুয়ানের মৃত্যু নিশ্চিত করতে পুনরায় এলোপাতাড়ি মারধর করে একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী তাজ ব্রীক ফিল্ডের পাশে ফেলে রেখে পালিয়ে যায়৷

এঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, আসামীদের সাথে যোগসাজশে এবং এক অদৃশ্য ইশারায় মামলা রেকর্ড না করায় হামলায় আইনী প্রতিকার পেতে বেগ পেতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবিরের কাছে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি৷

অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা না হলে যেকোনো মূহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সম্পর্কিত