মার্চ ৩১, ২০২৩ ১২:৩০ বিকাল



বিমানযাত্রী নারীর গোপনাঙ্গে ছিল কনডমে রাখা ৫০০ পিস ইয়াবা

 

কনডমে ভরে বিশেষ অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক বিমানযাত্রী।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

আটক নারীর নাম শ্যামলী বেগম (২৮)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গড়াই এলাকার আজহার মিয়ার স্ত্রী।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম সাইদুজ্জামান জানান, একটি বেসরকারি ফ্লাইটের যাত্রী ছিলেন আটক শ্যামলী বেগম। নিরাপত্তা গেটে তল্লাশিকালে দায়িত্বরত নারী আনসার তার দেহ থেকে ইয়াবা উদ্ধার করে। বিশেষ অঙ্গে ঢুকানো কনডমের ভেতর রাখা ছোট ছোট বেশ কয়েকটি পোটলায় পাঁচ শতাধিক ইয়াবা পাওয়া যায়। বিকেলেই তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। সুত্র R tv online



Comments are closed.

      আরও নিউজ