মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: “নারীর সম‌অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল বাজার সংলগ্ন এলাকায় চিলমারী যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেন।
এতে অন্যান্যের মধ্যে চিলমারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবু হাসান মিয়া, সিএনবি প্রজেক্টের ফিল্ড ফেসিলেটেটর শাহ্ আলম, বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনটির আয়োজন করেন এনআরকে-টেলিথন-চাইল্ড, নট ব্রাইট প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ। এতে আর্থিক ও কারিগরি সহায়তা করেছেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সম্পর্কিত