মার্চ ৩১, ২০২৩ ১১:৪৫ সকাল



অটোভ্যানের ধাক্কায় জয়পুরহাটে শিশুর মৃত্যু

মোঃ আলী হাসান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় অটোভ্যানের ধাক্কায় আরিফ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুনট-ইমামপুর সড়কের নায়েব পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত আরিফ হোসেন উপজেলার পাঁচপাইকা গ্রামের সুলতান মন্ডলের ছেলে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আরিফ তার বাবার সঙ্গে তাদের ফসলের জমির মাঠে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে নায়েব পাড়া মোড়ের রাস্তা পার হচ্ছিলেন। এসময় পুনটগামী একটি অটোভ্যান শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



Comments are closed.

      আরও নিউজ