বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাখাইয়ে মতবিনিময় অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাইঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাখাইয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এ সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন।মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই প্রেসক্লাবএর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুল মতিন মাস্টার।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ ইউনিয়নের সচিব ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ আরো অনেকে। প্রধান অতিথি মোছাঃ জিলুফা সুলতানা তিনি তার বক্তব্যে বলেন রক্তপাত বিহীন, নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য সকলের প্রতি তিনি আহবান জানিয়ে আরও বলেন লাখাইয়ে আগামী জাতীয় নির্বাচনে আমি কোন প্রকার দুঃসংবাদ শুনতে চাইনা আমি সুসংবাদ শুনার জন্য আশা করছি আপনাদের কাছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাখাইয়ে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শন করেন অতিথি বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছঃ জিলুফা সুলতানা, পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান মঙ্গলবার (২ জানুয়ারি) বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এ ব্যপারে লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান ৭ ই জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহনের জন্য ৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাডিং অফিসার হিসেবে অংশ নিয়েছেন ২৫৯ জন ও পোলিং অফিসার ৫১৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভোট গ্রহন প্রশক্ষনার্থীদের কে নির্বাচনে উপলক্ষে ভোট গ্রহনকারীদের কে কি ভাবে ভোট কেন্দ্রে ভোট গ্রহন করবে এ সম্পর্কে কি করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয় অতিথি বৃন্দ। ২ ভেন্যু এ মোট ১৪ জন প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সম্পর্কিত