সুভাষ চদ্র,উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামর উলিপুর ৬০০ হত-দরিদ্র শ্রমজীবী মানুষর মাঝ ত্রান সামগ্রি বিতরণ করা হয়ছ। রবিবার বিকল উপজেলা চত্বর দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অর্থায়নে উপজেলায় করোনা ভাইরাসর বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় ১০ কজি চাল, ৫ কজি আলু, ২ কজি ডাল, ১ টি লাক্স সাবান ও হাফ কজি লবন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলন, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দলা, উলিপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।
সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরাধ সরকারর দেয়া নির্দশনা মানতে গিয়ে উপজলায় প্রায় সহ¯অনেেক শ্রমজীবী মানুষ বেকার হয় পড়েন। ফলেে সরকারর দেয়া ঘোষনা অনুযায়ী তাদের খাদ্য সংকট দূরীকরণ এসব শ্রমজীবি মানুষর মাঝ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ##