মার্চ ২৫, ২০২৩ ১০:২৪ বিকাল



ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ ।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বগনীরপাড় গ্রামের আব্দুল খালেকের ৭ বছরের মেয়ে তুলি(ছদ্ম নাম) পার্শ্ববর্তী মফিজ মোড়ে মুদি দোকানে ডিম আনতে গেলে হায়দার আলী(৫০) শিশুটিকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির আর্তচিৎকারে তার মা সহ এলাকাবাসী এগিয়ে আসলে হায়দার আলী পালিযে যায় । ধর্ষক হায়দার আলী একই গ্রামের নুরুল ইসলাম নুরু আমিনের পুত্র। পরে শিশুটি মা ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ ধর্ষককে আটক করে। এ বিষযে ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই হায়দার আলীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।যার মামলা নং ২৫।



Comments are closed.

      আরও নিউজ