১৭/০৩/২০
শাহিনুল ইসলাম লিটনঃ
উলিপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুজিববর্ষ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল মালেক প্রমূখ। সকালে একত্রিশ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে বিজয় মঞ্চ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।