উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে এক হিন্দু পরিবারের লোকজনকে অচেতন করে ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের হাসপাতাল পাড়ায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের অসুস্থ তিনজনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় গৃহকর্তা স্বপন সরকার, স্ত্রী, কন্যাসহ চা খাওয়ার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করলে ঘুমিয়ে পড়েন। পরে স্বপন সরকারের ছোট ভাই ব্যবসায়ী রতন সরকার রাতে বাড়িতে ফিরে সবাইকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে নিজের খাবার খেয়ে তিনিও ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রতন সরকারের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের কাঠের ওয়ার্ডরোপ ভেঙে স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসেট ও এক লাখ ৩৮ হাজার টাকা নিয়ে যায়।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’