বিসমিল্লাহ রহমানির রহিম গর্জে উঠি একবার জয় হবে মানবতার
নিজস্ব প্রতিবেদকঃ
স্বপ্নীল বন্ধু সংঘ উলিপুর এর উদ্যোগে রমজান প্রোগ্রাম ১ম সফলভাবে সম্পূর্ণ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে
প্রত্যেক বারের মতো এবারো
স্বপ্নীল বন্ধু সংঘ – উলিপুর,কুড়িগ্রাম।
এর পক্ষ থেকে অসহায় মাদ্রাসার শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সফল ভাবে সম্পূর্ণ হলো “।
স্বপ্নীল বন্ধু সংঘ এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা আমাদেরকে মেধা শ্রম ও আর্থিক সহযোগিতা করছেন ” তাদের সকলের প্রতি ভালোবাসা অভিরাম “।
আয়োজনের স্থান : খাতিরের মাঠ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা- নারিকেল বাড়ি ব্যপারীপাড়া খাতিরের মাঠ সংলগ্ন উলিপুর,কুড়িগ্রাম।
ইনশাআল্লাহ ২য় প্রোগ্রাম খুব শীঘ্রই ঈদ সামগ্রী উপহার অসহায় এবং দরিদ্র মানুষদের কাছে পৌঁছায় দিবো।
আয়োজনে,
স্বপ্নীল বন্ধু সংঘ – উলিপুর,কুড়িগ্রাম।