বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা 

স্টাফ: রিপোর্টার  ,মো:শাহিন আলম:সিরাজগঞ্জ জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬ টি আসনে মোট ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনে তানভীর শাকিল জয় (বাংলাদেশআওয়ামী লীগ ), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ রেজাউল করিম (জাকের পার্টি),  মোঃ সবুজ আলী ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ সাইফুল ইসলাম (সমাজতান্ত্রিক দল জাসদ)।

সিরাজগঞ্জ- ২ সদর-কামারখন্দ আসনে- আব্দুর রুবেল সরকার ( জাকের পার্টি),  মোঃ আমিনুল ইসলাম (জাতীয় পার্টি),  মোছাঃ জান্নাত আরা হেনরী ( বাংলাদেশ আওয়ামীলীগ), সাদাকাত হোসেন খান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)।

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনে মোঃ আব্দুল আজিজ (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ আলমগীর হোসেন (জাকের পার্টি), মোঃ গোলাম মোস্তফা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ জাকির হোসেন ( জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে মোঃ আব্দুল্লাহ আল হাসেম, মোঃ মোস্তফা কামাল বকুল (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), শফিকুল ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ হিল্টল প্রমানিক (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ- ৫ বেলকুচি – চৌহালী – এনায়েতপুর  আব্দুল মমিন মন্ডল (বাংলাদেশ আওয়ামীলীগ),  আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র), মোঃ আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র),  মোঃ আব্দুল হাকিম ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ নাজমুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোঃ ফজলুল হক (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে কাজী মোঃ আলামীন  (বাংলাদেশ সুপ্রিমপার্টি বি.এস.পি), চয়ন ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ)  তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি),  মোঃ মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মোঃ মোজাম্মেল হক (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), রেজাউল করিম বিপ্লব( জাকেরপার্টি), মোহাম্মদ শামীম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম)।

সম্পর্কিত