সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নাগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করতে ভূরুঙ্গামারী সার্কেল অফিস পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।

এরই ধারাবহিকতায় অদ্য ১৫ জুন ২০২৪ কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও সম্মানিত নাগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সার্কেল অফিস পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায়, পিপিএম মহোদয়।

পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি মহোদয় ভূরুঙ্গামারী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার মোঃ রুহুল আমীন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়।

সম্পর্কিত