নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নতুন করে সারাদেশে এমপিওভুক্ত করা হলো ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। সেই সাথে সিরাজগঞ্জ জেলার ৩৪টি বিদ্যালয় এমপিও করা হয়েছে। এমপিও ভুক্তির কারনে বিদ্যালয়গুলিতে আনন্দের বন্যা বইছে, জানানো হচ্ছে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এমপিওভুক্ত বিদ্যালয়গুলো হচ্ছেঃ খাস রাজ বাড়ী দাখিল মাদ্রাসা, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, সলংগা মহিলা দাখিল মাদ্রাসা, বাগডুমুর ইসলামীয়া আলিম মাদ্রাসা, চৌহালী বালিকা ফাযিল মাদ্রাসা, বাগবাটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কাজিপুরা উচ্চ বিদ্যালয়, ধুকুরিয়া বহুমূখী কারিগরি উচ্চ বিদ্যালয়, বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়, বাঘাবাড়ী ফাযিল মাদ্রাসা, শালগ্রাম হাই স্কুল, কান্তনগর বি এল হাই স্কুল, গোল বাতান হাই স্কুল, গাড়দহ শিশু সদন হাই স্কুল, গোড়াগাছা মাল্টিরেটারাল হাই স্কুল, রুপসা হাই স্কুল, ডি কে এস কে স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ, রাঙ্গালিয়া গাঁতী হাই স্কুল, জে ভি সি এস ফ্লাই্ধসঢ়, ওভার হাই স্কুল, হিলফুল ফুযুল মর্ডাণ হাই স্কুল, দারুল ইসলাম একাডেমী হাই স্কুল, নানদীয়া মধু হাই স্কুল, নলকা মডেল হাই স্কুল, গুরপিপুল বি আই লেটারাল হাই স্কুল, রানীরহাট সিরাজগঞ্জ বাজার হাই স্কুল, পৌসার আদিবাসী হাই স্কুল, বারা কৈয়ালীরার হাই স্কুল, পেয়ারাপুর কুচিয়ামারা হাই স্কুল, পুর্নিমাগাঁতী হাই স্কুল, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, ঘাটিনা মাল্টিলেটারেল হাই স্কুল, সিরাজগঞ্জ রোড চৌরাস্তা হাই স্কুল, ধুকুরিয়া মডেল হাই স্কুল, আদাচাকি হাই স্কুল, কামারপাড়া আলহাজ্ব শাজাহান গার্লস হাই স্কুল, মিটুয়ানি বি সি এস আদর্শ হাই স্কুল, বি ইউ কে হাই স্কুল, মিটুয়ানি হাই স্কুল, সেন ভাঙ্গাবাড়ী হাই স্কুল, সমেশপুর হাই স্কুল, ছিতুলিয়া রাবেয়া নজিবর হাই স্কুল, হাবিবুল্লাহ নগর হাই স্কুল, মুক্তিযোদ্ধা আইডিয়াল হাই স্কুল, জামির্তা জহুরা খাতুন গার্লস হাই স্কুল।
এবিষয়ে হিলফুল ফুযুুল মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর আমরা এমপিওভুক্ত হয়েছি। এমপিওভুক্ত হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, স্থানীয় এমপি হাবিবে মিল্লাত মুন্নাসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।