মার্চ ২৩, ২০২৩ ১০:৪৮ বিকাল



রৌমারীতে বিশ্ব খাদ্য ও গ্রামীন নারী দিবস উদযাপন

 

এস,এম,এ মোমেন,রৌমারী, (কুড়িগ্রাম): ‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আন্তর্জাতিক গ্রামীণ নারী ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্পের অাওতায় সলিডারিটি ১৫ অক্টোবর ২০১৯, সকাল ১১ টায় রৌমারী উপজেলা পরিষদ চত্বরে সমাবেশের আয়োজন করেন।অর্থায়নে- ব্রেড ফর দ্যা ওয়াল্ড,জার্মান।

১৯৯৫ সালে বেইজিং এ আন্তর্জাতিক নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়। ১৮ ডিসেম্বর ২০০৭ এ দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃতি পায়। বাংলাদেশে প্রতি বছর বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়ে আসছে।

বক্তারা দাবী করেন, জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের কথা পরিসংখ্যানসহ সকল প্রকার দলিলে উল্লেখ করতে হবে, নারীর অমূল্যায়িত বা গৃহস্থালী কাজের সঠিকমূল্য জিডিপি হিসাবে যুক্ত করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমের জরিপ করতে হবে, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করতে হবে, গৃহস্থালী কাজে নারীর অবদানকে জাতীয় অর্থনীতিতে স্কীকৃতি দিতে হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা অাক্তার স্মৃতি বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্য স্বীকার হচ্ছে। গৃহস্থালী কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরিযুক্ত। গৃহস্থালী কাজ ও নারীদের কৃষিকাজে অবদানের মূল্যায়ন করা হয় না। নারীর গৃহস্থালী কাজকে স্বীকৃতি দেয়া হলে নারীর প্রতি যে বৈষম্য এবং নির্যাতন হয় তার পরিমাণ অনেকাংশে কমে আসবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার মতামত গুরুত্ব পেলে সার্বিক উন্নয়ন সংঘটিত হবে। তাই জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি প্রদান করা জরুরী। সমাবেশে বক্তব্য রাখেন, দলীয় সদস্য সন্ধ্যা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অাজিজার রহমান,রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে অাব্দুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,মাহমুদা অাক্তার স্মৃতি,গণকমিটির সাধারন সম্পাদক এস,এম,এ মোমেন,সলিডারিটির ইউসি রোজিনা খাতুন, হাসিনা বেগম প্রমুখ। কর্মসুচীর মধ্যে ছিল শোভাযাত্রা,অালোচনা সভা।



Comments are closed.

      আরও নিউজ