শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রংপুর রেলওয়ে স্টেশনে নিরাপদ পানি ও স্যানিটেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঐশী, বেরোবি প্রতিনিধি:রংপুর সিটি করপোরেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে লাল সবুজ সোসাইটির আয়োজনে রংপুর রেলওয়ে স্টেশন নিরাপদ পানি ও স্যানিটেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টায় রংপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ইউনিসেফ হাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলত বক্তব্য রাখেন সংগঠনের ভলেন্টিয়াররা। এরপর সবাইকে হাতে কলমে সাবান দিয়ে হাত ধৌত করা শেখানো হয়।

ক্যাম্পেইনে ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া ইয়াসমিন, গাজী আজম হোসেন, মাহবুব রহমান ও আসিফ হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন ইউনিসেফ হাবে সমাজকর্মী আর্জু আক্তার ও হাব ফ্যাসিলেটর ওবাদুল ইসলাম।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত