মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার ও পুনর্গঠনের কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি উপজেলার কুটির মাঠে এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার কাজী রহমান মানিক।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. রফিকুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, জেলা ছাত্রদলের সাবেক নেতা রোকনুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান লিটন, ভূমিহীন নেতা মো. শাহ আলম ও মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সেই লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ব্যারিস্টার কাজী রহমান মানিককে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।