শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদির গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম রশীদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, গনঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি বাবুল আব্দুল্লাহ ও জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

এসময় বক্তরা বলেন, ওসমান হাদি আমাদের আইকন, হাদির মাথায় গুলি করা মানে সারা বাংলার ছাত্র-জনতার মাথায় গুলি করা। আমারা এই দেশে আর কোন নব্য ফ্যাসিবাদ তৈরী হতে দেবনা। হাদির কিছু হলে আমরা এই বাংলায় নব্য ফ্যাসিবাদের বিচার করবো। সমাবেশ শেষে তারা ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

সম্পর্কিত