শ্রী জিত, স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও
বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল হাকিম, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বুধবার(১০ ডিসেম্বর) বধুবার বিকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে,হরিপুর উপজেলার হরিপুর আলিম মাদরাসায় মনজুর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় আরো সফর সঙ্গী ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমীর, হরিপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারির কামরুজ্জামান সহ স্হানীয় নেতৃত্ব।
হাকিম ব’লেন ‘ঠাকুরগাঁও-০২ আসনের কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণের ন্যায় অধিকার ও নিরাপত্তার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ।
হরিপুর উপজেলার সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বলেন’ এ আসনের অফিস আদালত সব জায়গায় দুর্নীতিতে ভরা, আমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হই, তাহলে দূর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে দমনের চেষ্টা করবো।জামায়াত ইসলাম গণমানুষের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ দল। ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের সঠিক নেতৃত্ব মাধ্যমে দেশকে এগিয়ে যাবে। আগামী নির্বাচনে জনগণের বিশ্বাস ও ভালোবাসা সমর্থনে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়,জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।
তিনি ইঙ্গিত করে বলেন আমরা যদি ক্ষমতায় আসি তবে উন্নয়ন দক্ষিণ দিক থেকে শুরু হবে বালিয়াডাঙ্গী,রাণীশংকৈল (আংশিক) হরিপুর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন অর্থাৎ উন্নয়ন হরিপুর উপজেলার হয়ে শুরু করার প্রকাশ করেন।উপস্থিত ছিলেন উপজেলা প্রিন্ট মিডিয়ায়, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।













