শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদের বিরুদ্ধে মামলা, যুক্তরাজ্যে পালিয়ে রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত

নিউজ ডেস্কঃসিলেট মহানগর ছাত্রলীগের পরিচিত নেতা ইমতিয়াজ আহমদ এর বিরুদ্ধে মামলা থাকলেও তিনি এখন রয়েছেন যুক্তরাজ্যে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানা গেছে। মামলার পর থেকেই তিনি দেশত্যাগ করেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকলেও ইমতিয়াজ আহমদ ছিলেন অনেকটাই পর্দার আড়ালে। তিনি কখনোই বড় কোন পদে আসীন না থাকলেও সিলেট মহানগর ছাত্রলীগের কার্যক্রমে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। আন্দোলন-সংগ্রামের সিদ্ধান্তে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছাত্রলীগের কর্মসূচি, প্রতিবাদ, বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচির সময় তিনি নেপথ্যে থেকে দিকনির্দেশনা দিতেন বলে দলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতার আস্থাভাজন হিসেবে পরিচিত ইমতিয়াজ আহমদ, সিলেট মহানগর। আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন।

তিনি যুক্তরাজ্যে অবস্থান নেওয়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে রাজনৈতিক বিষয়ক পোস্ট করে যাচ্ছেন। এসব পোস্টে তিনি বিভিন্ন ইস্যুতে মতামত, পরামর্শ এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে মূল্যায়ন দিয়ে যাচ্ছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

উক্ত বিষয়টি নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে জানা যায় যে, তারা ইমতিয়াজ আহমদ এর উপর নজরদারি রাখছে এবং দেশে আসলে যথাসময়েই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

সম্পর্কিত