মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন প্রতীক ওমর

 

সুলতান আহম্মেদ সাঘাটা (গাইবান্ধা) নিজস্ব প্রতিনিধি:

সাংবাদিকতা পেশায় সাহসিকতা ও আপোষহীন ভূমিকার স্বীকৃতি পেয়েছেন জাতীয় দৈনিক মানবজমিন-এর উত্তারঞ্চল (রাজশাহী ও রংপুর) বিভাগের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতীক ওমর দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন অনিয়ম, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি নির্ভীকভাবে সত্য প্রকাশে অটল থেকে পাঠকের আস্থা অর্জন করেছেন। তার সাহসী ভূমিকার জন্য এবার তাকে ‘সাহসী সাংবাদিকতা’ ক্যাটাগরিতে এই স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর শহীদ সাংবাদিক, জুলাই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আহত সাংবাদিক, সহিংস পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ছবি, ভিডিও ধারণ বা লাইভ প্রচার করা সাংবাদিক এবং সাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক, এই চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। তিনটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর সাড়ে চারশ’ সাংবাদিক আবেদন ও তথ্যপ্রমাণ জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৯২ জন সাংবাদিককে সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে পদক তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস–বিএজের সভাপতি ও দেশনিউজ.নেট-এর সম্পাদক এম আবদুল্লাহ। তার হাত থেকেই প্রতীক ওমর এ সম্মাননা গ্রহণ করেন।
প্রতীক ওমরের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায় হলেও বর্তমানে তিনি বগুড়া জেলা থেকে নিজস্ব অফিস পরিচালনার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করছেন। তার এ অর্জনকে সাংবাদিক সমাজ একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন এবং তরুণ সাংবাদিকদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সম্পর্কিত