নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিততে আজ দুপুর ২ টায় বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা। রাজারহাট বাজার জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে সোনালী ব্যাংক চত্বরে শেষ হয়। মিছিল শেষে সোনালী ব্যাংক চত্বরে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সাহিত্য সম্পাদক আরিফুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাবিবুল্লাহ, খেলাফত মজলিস রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, ক্বওমী ওলামা পরিষদ রাজারহাট উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি রাজারহাট উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জিসান ইসলাম, সাধারণ ছাত্র সমাজের সাইয়াদুর রহমান সহ অন্যান্য। সর্বশেষ চাঁদাবাজিদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার ব্যপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সুজন মিয়া। উক্ত আয়োজনের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক তোফায়েল আহমেদ।
প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে চাঁদাবাজিদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। তারা স্পষ্ট জানিয়ে দেয়, কোথাও চাঁদাবাজি হলে তাৎক্ষণিক প্রশাসনকে অবগত করা। প্রশাসন ব্যবস্থা না নিলে চাঁদাবাজকে খাম্বার সাথে বেঁধে গণপিটুনি দেয়া হবে। তারা আরো জানিয়ে দেয়, ২৪ পরবর্তী বাংলায় চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে ছাত্র জনতা আবারো মাঠে নামতে প্রস্তুত আছে। বাংলার মানুষ শান্তি চায়। যারা অশান্তি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করবে ছাত্র সমাজ।











