সুলতান আহম্মেদ,স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামে লেখক ও কবি ফারহানা রহমান মিষ্টি-র উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “নবস্বপ্নে অগ্রজের স্পর্শ” ও “নবস্বপ্ন পাঠাগার”-এর পথচলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সাঘাটা বাজারের সরেজমিন বার্তা কার্যালয়ে মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সমাজ উন্নয়ন ও প্রবীণদের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কবি আবু তাহের।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারহানা রহমান মিষ্টি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সংগঠনের অন্যতম প্রেরণাদাতা মোঃ মন্তেজার রহমান, কবি মোঃ মির্জা নূরুন্নবী, কবি ওমর ফারুক মাস্টার, সাঘাটা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা আবু তাহের মোঃ তোফাজ্জল হোসেন, ঘুড়িদহ ইউপি সদস্য আঃ রাজ্জাক মণ্ডল,সাংবাদিক সুলতান আহম্মেদ মেহেদী হাসান, খায়রুল ইসলাম, সাংবাদিক বরুণ সিংহ,ডাঃ ইসমাইল মোল্লা সবুজ, জাকির হোসেন ও আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আনোয়ার হোসেন রানা।
সভায় বক্তারা বলেন,
“নবস্বপ্নে অগ্রজের স্পর্শ কেবল একটি সংগঠন নয়—এটি সমাজে প্রবীণদের প্রতি ভালোবাসা, যত্ন ও শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলার এক অনন্য উদ্যোগ।”
‘মুখে থাকুক মিষ্টি হাসি, বয়োজ্যেষ্ঠদের ভালোবাসি’—এই স্লোগানকে ধারণ করে ফারহানা রহমান মিষ্টি সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছেন বলে মত দেন বক্তারা।
শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং স্থানীয়ভাবে প্রবীণদের যত্ন ও মানসিক সাপোর্টে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।













