নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে বিশেষ সাংবাদিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
সম্মিলনে বক্তারা সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে বলেন, সঠিক তথ্যপ্রবাহ রক্ষায় সাংবাদিকদের সুরক্ষা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তারা শক্তিশালী সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, দমন-পীড়ন বন্ধ ও তথ্যের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান।
প্রধান অতিথি রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, “সাংবাদিকরা হুমকি-ভীতি পেয়ে কলম নামাবেন না। আমরা সত্যের সৈনিক, সত্যের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।”
প্রধান আলোচক সাধারণ সম্পাদক সরকার মজহারুল মান্নান বলেন, “তথ্যের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। সাংবাদিক নিরাপত্তা না থাকলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়।”
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, কেউ হয়রানি বা হামলার শিকার হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়—
আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা)
সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল)
যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ)
সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মদ জুবায়ের (স্টার নিউজ)
সম্মিলনের পর সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।













