আহসান হাবিব রুবেল স্টাফ রিপোর্টার,
সরকারের বিভিন্ন খাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মীদেরকে নিয়োগে ঠিকাদার প্রথা বাতিল করে সরসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া প্রয়োজন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়ন নেতারা এ কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। বক্তারা আউটসোর্সিং কর্মীদের সঠিক সময়ে বেতন-ভাতা পরিশোধ, নির্ধারিত কর্মঘণ্টা, মাতৃত্বকালীন ছুটি, অকারণে চাকরিচুত্যদের পুনঃবহাল এবং দীর্ঘ সময়ের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।
দাবি আদায়ের লক্ষ্যে ২০ দিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার পর বৃহস্পতিবার এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। অন্তবর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকেই তারা বিভিন্ন কর্মসূচিতে নিজেদের ভাগ্য সুসংহত করতে আন্দোলন করে আসছেন। মতবিনিময় সভায় উপস্থিত ক্ষুব্ধ কর্মীরা ‘বেতন দেবে সরকার, দালালের কী দরকার’, ‘বেতন দেবে সরকার, ঠিকাদারের কী দরকার’, ‘দুনিয়ার মজদুর, এক হও’ ইত্যাদি স্লোগান দেন।
জাতীয়তাবাদীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শ্রমিকের টাকা মেরে খেয়ে আমলাদের আঙুল ফুলে কলাগাছ নয় যেন বটগাছ হয়ে গেছে। কাছের লোকজনকে ঠিকাদারি দিয়ে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং ওই সরকারের আমলারা কোটি কোটি টাকা বানিয়েছে। এগুলো হারাম টাকা, বর্তমান সরকার কেন এই হারাম টাকা খাওয়ার প্রথা চালু রেখেছে। ন্যায্য পাওনাটা কেন সে পাবে না, শ্রম দিয়েছে সে তাকেই পুরোটা দিতে হবে এর মধ্যে আবার কিসের ঠিকাদার। বৈষম্যবিরোধী সরকার কেন এই বৈষম্য দূর করছে না, এই প্রশ্ন এখন সবার।
‘টাকা দিবে সরকার, ঠিকাদারের কী দরকার’, ‘শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে’, ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘ঠিকাদারমুক্ত চাকরি চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন আউটসোর্সিং কর্মীরা। মতবিনিময় সভায় বক্তারা শ্রমসংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বদরুল আলম সবুজ, জাতীয়তাবাদী শ্রমিকদলের অর্থ সম্পাদক ও ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, স্কপ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, শ্রমিকনেতা বদরুল আলম সবুজ, মো. আরিফ চৌধুরী, মো. বেলায়েত হোসেন, কাইয়ুম হাওলাদার প্রমুখ।