মোঃ ছানোয়ার হোসেন,শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ভূমি অফিস নতুন করে নির্মাণ ও ইউনিয়ন পরিষদের ভবন থেকে স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইতিপূর্বে গত ১৯ আগস্ট ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে এলাকাবাসী।
গত ১৫ই অক্টোবর ইউনিয়ন ভূমি অফিসের নতুন প্রস্তাবিত স্থান ডেমাজানি বলিহার রাজার কাচারী বাড়িতেই ভূমি অফিস স্থাপনের জন্য মানববন্ধন করে স্থানীয় জনগণ।
এর প্রেক্ষিতে আবারো (২১অক্টোবর) মঙ্গলবার বিকেলে নগরহাট বাজার এলাকায় পুর্বের স্থানেই অর্থাৎ আমরুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমিতেই
ভূমি অফিস স্থানান্তর ও স্থাপনের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।
শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল সভাপতি আছাদুজ্জামান অটল, প্রথম শ্রেণীর ঠিকাদার ও শিল্পপতি আমিনুল ইসলাম জোয়ারদার, ব্যবসায়ী ঠিকাদার বাদশা সরকার, আমরুল ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা লুতফুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সাজেদুল হক উপজেলা আরাফাত কোকোর সভাপতি মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বগুড়া জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন বলেন, জেলা প্রশাসন যেন ইউনিয়ন বাসীর মতামতের ভিত্তিতে নতুন করে ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রয়োজনে তারা নতুনভাবে জরিপ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ জানান।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে পরবর্তীতে মানববন্ধন এর চেয়েও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।