মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভার কর্মসূচী অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও বহরপুর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ অক্টোবর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর হাটের পেঁয়াজ বাজারে ইসলামপুর ও বহরপুর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ফিরোজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জাকের পার্টি (পশ্চিম) সভাপতি ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং মিশন প্রধান মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন), জেলা জাকের পার্টি সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, জাকের পার্টির রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মিশন সম্পাদক মীর রফিকুল আলম রাফি, জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক মোশারফ ফকির, মাওলানা আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক মিলন মন্ডল, জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর সভানেত্রী মোছাম্মৎ রেজিয়া খাতুন, সহ-সভানেত্রী মোছাম্মৎ খায়রুন্নাহার, সহ-সম্পাদিকা মোছাম্মৎ আনোয়ারা বেগম, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আশরাফুল ইসলাম, আবু দাউদ, এরশাদ ফকির, সোহরাব মোল্লা, আবুল বাশার খান, হাবিব আহম্মেদ, খলিলুর রহমান খলিল প্রমূখ। এবং অঙ্গসংগঠনের সম্পাদক মন্ডলী ও সহযোগী সংগঠনের সভাপতিগন বক্তব্য রাখেন।
সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন, বহরপুর ইউনিয়ন জাকের পার্টির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বহরপুর ইউনিয়ন জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মোল্লা।
বক্তাগণ এবং উপস্থিত জাকেরান, আশেকান ও নেতাকর্মীরা আগামীর প্রচার-প্রচারণা বিষয়ে উল্লেখ সহ দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে জনসভার মাধ্যমে জনজীবনে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
বহরপুর পেঁয়াজ বাজারে অনুষ্ঠিত জনসভায় জাকের পার্টির নেতৃবৃন্দ সহ ও সহযোগী সংগঠনগুলোর সমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতা,নেত্রীবৃন্দ চলমান পরিস্থিতি বিশেষ করে জনজীবনে অস্থিরতা, সৃষ্ট শঙ্কা, অনিশ্চয়তা নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরছেন।
নেতৃবৃন্দ গতিশীল অর্থনীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জন নিরাপত্তা, আইনের শাসন, যথাযথ বিচার সুনিশ্চিত করার অপরিহার্য্যতা তুলে ধরছেন।
জাকের পার্টি নেতৃবৃন্দ জনগনকে একটি স্থিতিশীল বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের ভুমিকার কথাও স্মরণ করিয়ে দেন। জনসভা শেষে দুইটি ইউনিয়নে সচেতনামুলক নানা শ্লোগান মনে করিয়ে দেওয়া হয়। পরিশেষে স্লোগানে স্লোগানের মুখরিত একটি বর্ণাঢ্য র্যালি বহরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।