বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ছানোয়ার হোসেন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাঝিড়া বন্দরে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিরা বন্দরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এসময় উপজেলা যুবদলের নেতা বেলাল হোসেন বাবু, সোহেল রানা, আব্দুল রউফ, রহমত আলী, সাজেদুর রহমান, খোকনসহ উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন স্তরের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবদলই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বাহক।

সম্পর্কিত