বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে দাড়িগাছা যুব শক্তি সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দাড়িগাছা মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আতাইল ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বনানী ক্রীড়া চক্র।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার।প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ন্যাশনাল সীডস্ কোম্পানি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুল হক উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোকেম ফার্টিলাইজার ম্যানেজিং ডিরেক্টর নাহিদ হাসান,খরনা ইউপি সাবেক সদস্য তোতা মিয়া,রাজেক আলী সাকিদার,রাজ্জাক মেম্বার,খরনা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি এনামুল করিম স্বপন,সাবেক সহসভাপতি আবু বক্কর,যুব শক্তি সংঘের জয়নাল আবেদীন, সামছুল রহমান,রোকনুজ্জামান,আবু জোহা,শাহীন আলম প্রমুখ।

সম্পর্কিত