শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনে তুরস্কের ভূমিকার প্রশংসা করলেন অধ্যাপক ইউনূস

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারীর

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী একটি ফ্লাইট আজ (শুক্রবার) বিকেলে ইসরায়েল ত্যাগ করেছে বলে তুর্কি সূত্রের বরাত দিয়ে বাসস এমনটি জানিয়েছ । তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। এ প্রক্রিয়ায় জর্ডান, মিশর ও তুরস্কের সহযোগিতা বিশেষ ভূমিকা রাখে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

সূত্র মতে, সবকিছু ঠিক থাকলে শহিদুল আলমের ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আজ রাতেই।

সম্পর্কিত