বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাহিড়ীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এস‌এসসি ব্যাচ কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টায় এ খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে এস‌এসি ২০১৫ ব্যাচ দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য নো সিনিয়র ব্যাচ টিমকে ৭৮ রানের টার্গেট দেয় এস‌এসসি ব্যাচ ২০১৫ ।
নির্ধারিত দশ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে এস‌এসসি ব্যাচ ৭০ রান তুলতেই সব উইকেটের পতন ঘটায়।

মোঃ আব্দুস সামাদ এর সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন শাহাজান বিন সিরাজ মাস্টার ও রাহাদুল ইসলাম মিঠু।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

লাহিড়ী আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী গেস্ট অব অনার হিসেবে উপস্থিত জিল্লুর রহমান ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর মাস্টার, এডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি ঢাকাস্থ, সেলিম জাভেদ বাদল ৩ নং ধনতলা ইউনিয়ন বিএনপি ,আব্দুস ছালাম,শেখ জিল্লুর রহমান স্বপন।

আয়োজকরা জানান, ৫ বছর ধরে ধারাবাহিকভাবে এ ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। এবারে পঞ্চম লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এস‌এসসি ব্যাচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুরুটা হয় গত ৩১ মার্চ রাতে। মোট ৮ টি দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সম্পর্কিত