সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

৮ই মে (বৃহস্পতিবার) সকাল ১০ঃ০০ ঘটিকায় লালমনিরহাট জেলা প্রশাসক হল রুমে
লালমনিরহাট রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার তিনজন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।

প্রথম ও তৃতীয় স্থান অধিকারী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন। দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করেছে (ক গ্রুপ) থেকে আদিল তাওসিফ সাদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আরহাম ইসলাম এবং (খ গ্রুপে) চতুর্থ শ্রেণি থেকে তৃতীয় স্থান অধিকার করেছে আহনাফ তাহমিদ আরজ।

লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম মন্ডল।

তিনি বলেন, আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এখন আর পিছিয়ে নেই সব জায়গায় তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার ছিনিয়ে আনে আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন।

লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুর আলম জানান আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এখন আর শুধুমাত্র আরবিতেই সীমাবদ্ধ নেই। এখন তারা জেনারেল, কারিগরি শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনতেছে। আমরা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা খুশি হয়েছি

সম্পর্কিত