বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৯৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা যায়, লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় সোমবার (২১ অক্টোবর ২০২৫) হাতীবান্ধা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি মৌজার মোঃ সোলায়মান মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বুলু (৪৮) ও মোঃ সালমান (১৯)

তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত