বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে তিন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পরিত্যক্ত অবস্থা ২ উদ্ধার

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী বাজার স্টেশন মোড় উফারমারা মেডিকেল মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে একই ইউনিয়নের কামারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক জানান, ভোরে কেন্দ্রের বাইরে পাশে রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

 

এদিকে সকালে হাতীবান্ধার পশ্চিম বেজগ্রাম দাখিল ও ভোকেশনাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুইটি ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অফিসাররা সেখানে কাজ করছেন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে

সম্পর্কিত