শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ”দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি;প্রাণী সম্পদে হবে উন্নতি “এই শ্লোগানে লালমনিরহাটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠ থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে।পরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার তরিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন,জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন সহ কর্মকর্তা ও খামারীরা। সপ্তাহব্যাপি এ প্রদর্শনীতে স্থানীয় খামারীদের সমন্বয়ে ৩০ টি স্টল অংশ নেয়।

সম্পর্কিত