স্টাফ রিপোর্টারঃ লাখাই থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সহ ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামীরা হলেন আলমগীর ও রমজান মিয়া। থানা সুত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে এ এস আই খাইরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ফরিদপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে আলমগীর (৩২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অপর এক অভিযানে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত্রিকালীন টহল অবস্থা করাব ইউনিয়নের পশ্চিম সিংহগ্রামের গোলাপ মিয়ার ছেলে মোঃ রমজান মিয়া (১৮) কে ধর্তব্য কোন অপরাধের জড়িত থাকা সন্দেহে তাকে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের কে বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।