মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”— এমন অঙ্গীকারকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, মহিষ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবের আলগা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১০৫১/৪-এস হতে প্রায় ৫০০ গজ ভেতরে ডিগ্রীরচর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ২টি ও মহিষ ২টি আটক করে। জব্দকৃত পশুগুলো রৌমারী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিনে সকালে কামালপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১০৮২/৪-এস সংলগ্ন রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. পাগলা হযরত (পিতা— মো. ইমাম হোসেন), বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামে। জব্দকৃত মাদকসহ তাকে বকশীগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চোরাচালান ও মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সীমান্তে কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত রেখেছে।