বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রৌমারীতে প্রাথমিক শিক্ষা পরিবারের স্বাধীনতা দিবস পালন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে যথাযাথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার ২৬ মার্চ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে মোঃ আহসান হাবিব (সাদা) সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় সমন্বয়ক, রংপুর বিভাগ রংপুর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি এর নেতৃত্বে মোঃ রাশেদুল ইসলাম (বাবুল), আবু জাফর (বুলবুল), আব্দুল মোত্তালেব, মোঃ জনাব আলী, মোঃ শামসুল আলম, মিজানুর রহমান, মোছাঃ সখিনা খাতুন, মোছাঃ মিশকাত জাহান ও মোঃ মিজানুর রহমান সকলে প্রধান শিক্ষক।
সহকারী শিক্ষকদের পক্ষে, মোঃ হারুন অর রশিদ (তুহিন), মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ সোহাগ হোসেন ও আমিনুল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বীরত্বের সাথে জীবন বাজি রেখে আত্মহতি দিয়ে লাল সবুজের বাংলাদেশ এনে দিয়েছেন তাদের স্মরণে রৌমারীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তার পর সকলে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ মূলক বক্তব্য সোনার মাধ্যমে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত