রাবি প্রতিনিধিঃ
একুশের চেতনাকে ধারণ করে ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় রাবি শহীদ মিনার সংলগ্ন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে “অমর একুশে কুইজ প্রতিযোগিতা-২০২৫”।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিলো। প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের জন্য গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছিলো আকর্ষণীয় পুরষ্কার।
প্রতিযোগিতার দিন রেজিস্ট্রেশনকারীদের প্রশ্নপত্র গ্রীন ভয়েস, রা.বি থেকে সরবরাহ করা হয়। মোট ২১ টি প্রশ্নসহ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। প্রশ্নের ধরণ- ১৫ টি বহুনির্বাচনী এবং ৬ টি এক কথায় লিখিত উত্তর।
উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম।
প্রায় ৭০ জন সবুজ বন্ধুরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।











