১৩ ডিসেম্বর শনিবার রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে জার্মান ডক্টর্স-এর আর্থিক সহায়তায় এক আনন্দময় ও অনারম্বর পরিবেশে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়।
দিনব্যাপি এ আয়োজনে কিশোর-কিশোরীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ভলান্টিয়ারসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দের সাথে বিভিন্ন ধরণের শিক্ষনীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনি উপভোগ করেন।
উৎসবের শুরুতে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোসা: রাফিউন নাহার, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী। তিনি বলেন, ‘‘এ ধরনের আয়োজন কিশোরীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সচেতন করতে সহায়তা করে। চমৎকার এ আয়োজনের জন্য তিনি ডাসকো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা শেষ করে তোমরা অবশ্যই মানুষের মত মানুষ হবে তবেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।”
উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প ২০২৪ সাল থেকে কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, তাদের ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের জন্য কাজ করছে।













