স্টাফ রিপোর্টার | রাজশাহী |
রাজশাহীতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে “বিভাগীয় কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের সভাকক্ষে ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সভা সঞ্চালনা করেন ডা. মো. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি) ও রিজিওনাল কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ও সাংবাদিকরা অংশ নেন। প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর-কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে। পাশাপাশি ৫০টি স্কুলে স্থাপন করা হয়েছে কৈশোরবান্ধব লাইব্রেরি কর্নার এবং নিয়মিত সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হচ্ছে।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন













